শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে : ভিপি নূর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসুর ভিপি নূরুল হক নূর বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা নির্যাতন-নিপীড়নে কোণঠাসা, দিশাহারা হয়ে গেছে। ভিন্নমতের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।  গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নোয়াখালীতে ‘ছাত্র অধিকার পরিষদ’-এর নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে ভিপি নূর বলেন, আজকে শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই নয় বরং প্রত্যেকটি ভিন্নমতের মানুষ যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, সবাই নির্যাতন, হামলা-মামলার শিকার। সময়ের মধ্যে সরকার সংশোধন না হলে জনগণ রাজপথে নেমে আসবে মন্তব্য করে নূর বলেন, যে কোনো আন্দোলনে ষড়যন্ত্র না খুঁজে যৌক্তিকতা দিয়ে বিবেচনা করে আন্দোলনের সমাধানের চেষ্টা করুন। মিছিল-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, তারেক রহমান, সোহরাব হোসেন, বিন ইয়ামিন মোল্লা, মো. আতাউল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর