শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জামায়াতের নতুন আমির শফিকুর

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জামায়াতের নতুন আমির শফিকুর

২০২০-২০২২ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর

নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে তিনি দেশবাসী

ও সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। গতকাল জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিজয়ের এই মাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের সব শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের- যাদের      বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জন করেছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং মুক্তিযুদ্ধের ‘সর্বাধিনায়ক’ জেনারেল আতাউল গনি ওসমানীকে। তিনি আরও বলেন, সারা দেশে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রীসংস্থাসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে মাসের পর মাস জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। বহুসংখ্যক নেতা ও কর্মীকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। শত শত নেতা-কর্মীকে রিমান্ডে নিয়ে শারীরিক, মানসিকভাবে নির্যাতন চালিয়ে অনেককে পঙ্গু করা হয়েছে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর