শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের প্রবেশপথের উপরভাগে লাগানো কবিগুরুর বিশাল প্রতিকৃতি। এর নিচে ঝলমলে আলোতে বাংলাদেশ ও ভারতের নয়টি নাটকের পোস্টার জাতীয় নাট্যশালা প্রাঙ্গণের শোভাবর্ধন করেছে কয়েক গুণ। আর লবির নিচের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে ভেসে আসছে দেশীয় বাদ্যযন্ত্রের সুর। সেই সুরের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে নাট্যকর্মী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। উৎসবমুখর পরিবেশে হেমন্তের সাঁঝবেলাটা শৈল্পিক হয়ে ধরা দিয়েছিল সমগ্র শিল্পকলা একাডেমিতে। প্রাঙ্গণেমোর আয়োজিত নয় দিনের নাট্য উৎসবে গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’ শিরোনামের এই উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা নূনা আফরোজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ, পশ্চিমবঙ্গের নাট্যকর্মী প্রকাশ ভট্টাচার্য, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ প্রমুখ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় গৌতম সরকার নির্দেশিত কলকাতার প্রাক্সিস নাট্যদলের নাটক ‘আর্ট’। এর আগে ১৩ ডিসেম্বর প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধার সহযোদ্ধা সম্মাননা প্রদান করা হবে মামুনূর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান ও লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজকে। অদিতি মহসীনের সংগীতাসর : রবীন্দ্রনাথের গানের সাধনায় দ্ইু দশক পার করেছেন শিল্পী অদিতি মহসীন। আর বিশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অদিতি মহসীনের একক সংগীতাসর। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পর্ষদের সভাপতি রামেন্দু মজুমদার। চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার : শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী এবং ফরিদুর রেজা সাগর পেলেন চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দুই দিনের চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনীতে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?