শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের প্রবেশপথের উপরভাগে লাগানো কবিগুরুর বিশাল প্রতিকৃতি। এর নিচে ঝলমলে আলোতে বাংলাদেশ ও ভারতের নয়টি নাটকের পোস্টার জাতীয় নাট্যশালা প্রাঙ্গণের শোভাবর্ধন করেছে কয়েক গুণ। আর লবির নিচের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে ভেসে আসছে দেশীয় বাদ্যযন্ত্রের সুর। সেই সুরের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে নাট্যকর্মী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। উৎসবমুখর পরিবেশে হেমন্তের সাঁঝবেলাটা শৈল্পিক হয়ে ধরা দিয়েছিল সমগ্র শিল্পকলা একাডেমিতে। প্রাঙ্গণেমোর আয়োজিত নয় দিনের নাট্য উৎসবে গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’ শিরোনামের এই উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা নূনা আফরোজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ, পশ্চিমবঙ্গের নাট্যকর্মী প্রকাশ ভট্টাচার্য, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ প্রমুখ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় গৌতম সরকার নির্দেশিত কলকাতার প্রাক্সিস নাট্যদলের নাটক ‘আর্ট’। এর আগে ১৩ ডিসেম্বর প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধার সহযোদ্ধা সম্মাননা প্রদান করা হবে মামুনূর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান ও লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজকে। অদিতি মহসীনের সংগীতাসর : রবীন্দ্রনাথের গানের সাধনায় দ্ইু দশক পার করেছেন শিল্পী অদিতি মহসীন। আর বিশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অদিতি মহসীনের একক সংগীতাসর। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পর্ষদের সভাপতি রামেন্দু মজুমদার। চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার : শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী এবং ফরিদুর রেজা সাগর পেলেন চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দুই দিনের চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনীতে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
শিল্পকলায় দুই বাংলার নাট্যমেলা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর