সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার পাড়ে ৬ লেনের রাস্তা করব : তাপস

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, মেয়র হলে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড়ে ছয় লেনের রাস্তা করে দেব। এই রাস্তা দিয়ে ঢাকার যে কোনো প্রান্তের মানুষ যোগাযোগ গড়ে তুলতে পারবেন। তিনি গতকাল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় নিজের পরিকল্পনা তুলে ধরে এ কথা বলেন। তিনি বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ছেলেমেয়েদের জন্যে  খেলাধুলার ব্যবস্থা থাকবে। ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত না হয় সেজন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হবে।

বর্জ্য রাস্তায় পড়ে থাকবে না, সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা থাকবে। তিনি জানান, মেয়র হলে সিটি করপোরেশন থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে তাপসের। সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু, উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, দলের সভাপতিমন্ডলীর সদস্য আবদুুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক প্রমুখরা ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর