বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বেচাকেনা ভালো গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে

ওলী আহম্মেদ, শেকৃবি

বেচাকেনা ভালো গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে

মেলায় সব প্যাভিলিয়ন-স্টলে ক্রেতা সমাগম থাকলেও গৃহস্থালি পণ্যের স্টল ক্রেতা-দর্শনার্থীদের টানছে বেশি। এ স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর সমাগম বেশি হওয়ায় বেচাকেনাও জমেছে বেশ। গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ক্রোকারিজ ও আসবাবপত্রের স্টলগুলোয় উপচে পড়া ভিড়। এসব স্টল থেকে কেউ কিনছেন মেলামাইনের প্লেট-বাটি-গ্লাস কেউবা প্লাস্টিকের বালতি ও বিভিন্ন মাপ-ডিজাইনের বক্স আবার কেউ অ্যালুমিনিয়ামের তৈজসপত্র। আরএফএলের বেস্টবাই প্যাভিলিয়নে অনেকেই ব্যস্ত নন-স্টিক ফ্রাইপ্যান, জুস মেকার, ভেজিটেবল কাটার, প্রেসার কুকার ও ইনডাকশন কুকার কিনতে। ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহে নতুনত্ব এনেছে রুটি মেকার। রিংগো রুটি মেকারের স্টলগুলোতে রুটির জাদু দেখতে ভিড় করছে নারী দর্শনার্থীদের একটি বড় অংশ। রিংগো রুটি মেকার এবার পাঁচটি স্টলে তাদের রুটির জাদু দেখাচ্ছে। দেখা গেল, স্টলকর্মীরা হাতের তালুতে রাখা আটার খামিরের ছোট টুকরা মেকারে রেখে হালকা চাপেই বানিয়ে ফেলছেন রুটি। আর রুটি বানানোর এ কারসাজি বেশ আগ্রহ নিয়েই লক্ষ্য করছেন গৃহিণীরা।

 কেউবা এ কৌশল রপ্ত করতে ব্যস্ত স্টলেই। স্বল্প সময়ে কষ্ট ছাড়াই সেদ্ধ আটার রুটি, ময়দার লুচি, সমুচা-শিঙ্গাড়া, সবজি রুটি, কালোজিরা রুটি, মাসকলাই রুটি, তাল রুটিসহ হরেকরকম ও বিভিন্ন সাইজের রুটি সহজেই এ রুটি মেকারে তৈরি সম্ভব বলে জানালেন রিংগোর সেলসম্যান রাসেল।

 

এ ছাড়া হাঁড়ি-পাতিল, নতুন নতুন ডিজাইন ও রঙের গৃহস্থালির নানা পণ্যের স্টলে দিন দিন ক্রেতা বাড়ছে। মেলায় যেসব নারী আসছেন বেরিয়ে যাওয়ার সময় তাদের প্রায় প্রত্যেকের হাতেই দেখা যায় কোনো না কোনো গৃহস্থালি পণ্য। তবে অনেকেই অভিযোগ করেন বিদেশি স্টলগুলোতে দেশীয় পণ্য বিক্রি হচ্ছে। কোনো কোনো স্টলে বিদেশি পণ্যের মোড়কে দেশীয় পণ্য বিক্রি হচ্ছে। শাহীনবাগের রোকেয়া রহমান বলেন, আমাদের দেশীয় অনেক পণ্যের মান ভালো। এসব পণ্য দেশীয় হিসেবে বিক্রি করলে আমাদের দেশের গৌরব বাড়ে। কিন্তুÍ অনেক অসাধু ব্যবসায়ী বিদেশি স্টলে বিদেশি পণ্যের মোড়কে দেশীয় পণ্য বিক্রি করছেন। এর ফলে বাণিজ্য মেলার সুনাম নষ্ট হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর