শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাতের আঁধারে ফুটপাথ থেকে যান নিরোধক খুঁটি উধাও!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাতের আঁধারে ফুটপাথ থেকে যান নিরোধক খুঁটি উধাও!

রাতের আঁধারে স্টিলের এসব খুঁটি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

একদিকে হকারদের দখলদারিত্ব, অন্যদিকে মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্য। সব মিলিয়ে সিলেটের সড়কগুলোর পাশের ফুটপাথ বেদখল। ফুটপাথ দিয়ে হাঁটাচলার অধিকার যেন হারিয়ে ফেলেছেন নগরবাসী। এ অবস্থায় ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চলাচল ঠেকাতে স্টেনলেস স্টিলের (এসএস) খুঁটি বসিয়েছিল সিলেট সিটি করপোরেশন। চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের বিভিন্ন স্থানে বসানো এই স্টিলের খুঁটিগুলো রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এতে ব্যস্ততম ওই সড়কের পাশের ফুটপাথ দিয়ে পথচারীদের হাঁটাচলা ফের ঝুঁকিতে পড়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, ফুটপাথ দিয়ে হাঁটাচলায় ভোগান্তি কমাতে সিলেট নগরীর ভিআইপি সড়কখ্যাত চৌহাট্টা-রিকাবিবাজার সড়কের ফুটপাথে এসএস পাইপের পাঁচ সারি খুঁটি বসায় সিটি করপোরেশন। ফুটপাথ দিয়ে যাতে মোটরসাইকেল বা কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারে সে লক্ষ্যে মহানগর পুলিশের পরামর্শক্রমে এই খুঁটি বসিয়েছিল সিসিক। খুঁটিগুলো বসানোর পর ওই সড়কের পাশের ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীরা নির্বিঘেœ ফুটপাথ দিয়ে হাঁটাচলার সুযোগ পান। কিন্তু এর মধ্যে চৌহাট্টা-রিকাবিবাজার সড়কের ফুটপাথ থেকে রাতের আঁধারে কে বা কারা খুঁটিগুলো কেটে নিয়ে গেছে। খুঁটি কেটে নেওয়ার ঘটনায় হতবাক সিটি করপোরেশন কর্মকর্তারা। তারা এটিকে নগরীর উন্নয়নবিরোধীদের কাজ বলেও মন্তব্য করছেন। খুঁটি উধাও প্রসঙ্গে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘কে বা কারা খুঁটিগুলো কেটে নিয়ে গেছে। এগুলো মোটেই কাম্য নয়।

খুঁটিগুলো উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে ট্রাফিক পুলিশের সঙ্গেও আমাদের কথা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর