মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

২২ মার্চ পবিত্র শবেমিরাজ

নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেমিরাজ। গতকাল বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ করে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেমিরাজ।  গতকাল জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী               ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ। ‘পবিত্র মিরাজ’ সব নবীর নবুওয়তের ইতিহাসে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। এই পবিত্র রজনীতে হজরত মুহাম্মদ (সা.) আরশে আজিমে পৌঁছার ও আল্লাহ তায়ালার দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন। এরপর আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে তিনি দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। অন্য কোনো নবী এমন সৌভাগ্য লাভ করতে পারেননি। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে সৃষ্টিজগতের আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা সংঘটিত হয়। পবিত্র কোরআনে ‘ইসরা’ হিসেবে আল্লাহর অশেষ অনুগ্রহে দু’জাহানের মালিকের দিদার লাভের উদ্দেশ্যে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বালোকে আরোহণের বিবরণ রয়েছে।

উম্মতে মোহাম্মদীর কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে। এ জন্য মুসলমানরা পবিত্র এ রাতকে ‘মিরাজ’ হিসেবে পালন করে থাকেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর