বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিএনপির ক্ষমা চাওয়ার সুযোগ ছিল : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু হত্যাকান্ডে বিএনপি জড়িত মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে বিএনপির সুযোগ ছিল জাতির কাছে ক্ষমা চেয়ে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু কুশীলবই ছিলেন না, বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। বিদেশে দূতাবাসে তাদের পদায়ন করেছেন। জিয়াউর রহমানের স্ত্রীও ১৯৯৬ সালের নির্বাচনে এক মাস স্থায়ী সংসদে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধীদলীয় নেতা বানিয়ে তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোনো কর্মসূচি না রেখে বিএনপি আবার প্রমাণ করেছে তারা বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত। অথচ বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চেয়েছে, তাদের নামই আজ মুছে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর