বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এ বি এম মূসার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

এ বি এম মূসার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আত্মীয়-স্বজন, পরিচিত ও গুণগ্রাহীদের কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।  জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম মূসা ১৯৩১ সালে ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফে যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। পরে ওই বছরই তিনি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। রিপোর্টার ও পরে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ পরিবেশন করেন। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৮ সালে এ বি এম মূসা ব্যাংককে অবস্থিত জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসেফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস  ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন। ২০০৪ সালে তিনি কিছু দিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ বি এম মূসা জাতীয় প্রেস ক্লাবের চারবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এ বি এম মূসা একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর