দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তিনটি গাড়ি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। জব্দের আদেশ হওয়া এসব সম্পদের মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা। এ ছাড়াও গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের আবেদনে বলা হয়, আসামি গাজীর বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি ফ্রিজ করা প্রয়োজন। এ ছাড়া তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।