নারায়ণগঞ্জের ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী লুনা করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শনিবার রাত থেকে তাকে কাঁচপুরের সাজেদা হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। স্ত্রী লুনার আইসিইউ সাপোর্ট পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন খোরশেদ। নিরুপায় হয়ে সবার সহযোগিতা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এই খবর পেয়ে এমপি শামীম ওসমান খোরশেদের স্ত্রীর জন্য ঢাকার স্কয়ার হাসাপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন।
গতকাল বিকালে তাকে সেখানে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে খোরশেদ বলেন, আমি বিএনপি করি। শামীম ওসমান আওয়ামী লীগের নির্বাচিত এমপি। তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিষয়ে এমপি শামীম ওসমান বলেন, দলাদলি নয়, সবার উচিত বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        