শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

যারা রাজধানী ছাড়ছে তাদের রক্ষা কীভাবে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন, রোজ যারা  রাজধানী ছেড়ে চলে যাচ্ছে তাদের রক্ষা করা হবে কীভাবে। তিনি গতকাল বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলছিলেন। করোনার ক্ষতিকর প্রভাব প্রসঙ্গে মান্না বলেন, এখন বড় ক্রাইসিস হচ্ছে- এক কোটিরও বেশি লোক দরিদ্র হয়ে গেছে।  প্রতিদিন ১০-২০টি পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে, তাদের রক্ষা করা হবে কীভাবে? তিনি বলেন, পত্রিকার খবরে দেখা গেছে, সরকার সোশ্যাল সেফটিনেট বা করোনাকালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য বিশেষ প্রণোদনা দিচ্ছেন।

কিন্তু প্রণোদনার বিষয়গুলো দিয়ে এখন বেতন-ভাতা দেওয়া হচ্ছে। মান্নার মতে, সব ব্যাপারে মিথ্যাচার করছে সরকার।

করোনার নমুনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের জালিয়াতি প্রসঙ্গে নাগরিক ঐক্য নেতা বলেন, মানুষের যখন মৃত্যুর আহজারি, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময় মানবতার সঙ্গে এত বড় বেইমানি করা হলো। এরকম নিষ্ঠুরতার নজির পৃথিবীতে বেশি নেই। তিনি বলেন, রিজেন্টের সাহেদ আওয়ামী লীগের মদদপুষ্ট। আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী। সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরত। সরকার তাকে তৈরি করেছে। এরকম একটা-দুইটা নয়, অনেক আছে। মান্না বলেন, এন নাইনটিফাইভ নিয়ে দুর্নীতি যারা করেছে তারাও সরকারেরই লোক।

সর্বশেষ খবর