শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা ও নাটোরে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা ও নাটোরে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী সাতক্ষীরা ও একজন পুরুষ নাটোরের বাসিন্দা ছিলেন। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য- সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। নাটোর : পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভরে কর্মরত ওয়াদুদ তালুকদার নামে নাটোরের নলডাঙ্গার সাধনগরে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে পাবনায় মারা যান। মৃত ওয়াদুদ তালুকদার (৪৫) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের সাধনগর গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে।

মৃতের ভাই একে আজাদ ও সেলিম করোনার উপসর্গ নিয়ে ওয়াদুদ তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গত তিন দিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পাবনার একটি বেসরকারি সংস্থা স্বনির্ভরে চাকরি করার সুবাদে  সেখানে ভাড়া বাসাতেই চিকিৎসারত ছিলেন। রাতেই লাশ নাটোর শহরের বড়গাছা এলাকায় তার বাড়িতে আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর