মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
যাত্রী পরিবহনের নামে ছিনতাই

বাঁশখালীতে ইউপি মেম্বারের ছেলেসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী উঠিয়ে অস্ত্র দেখিয়ে টাকা ও  মোবাইল ফোন ছিনতাইকালে এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আসামিদের চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আসামিরা হলেন, তানজিদ উল হক, মিজবাউল হক ও  আকিব। এর আগে রবিবার রাতে বাঁশখালীর প্রধান সড়কের পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, পেকুয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের নামে যাত্রী মিজানুর রহমানকে উঠিয়ে পালেগ্রাম এসে ছোরা দিয়ে হত্যার ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে পথিমধ্যে নামিয়ে দেয়। এ সময় টহল পুলিশ ৩ জনকে আটক করলেও একজন পালিয়ে যায়। পুলিশ ছিনতাই কাজে ব্যবহার করা অটোরিকশা, ছোরা, লুণ্ঠিত ১ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে এই কিশোর গ্যাংটি বাঁশখালীর বিভিন্ন এলাকায় ইয়াবা চালান থেকে শুরু করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর