বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অনলাইনে মোবাইল বিক্রি পার্সেলে যেত শুধু চার্জার

প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে মোবাইল বিক্রি পার্সেলে যেত শুধু চার্জার

রাজধানীর বনানী থেকে অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের সদস্য মানিক হোসেনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ২৭টি স্মার্টফোন বিক্রির শূন্য ভাউচার, ৩১টি মোবাইলের খালি বাক্স, ৩১টি টাকা জমার রশিদ, ৪টি মোবাইল ফোন সেট ও ২২টি সিমকার্ড উদ্ধার করা হয়। সোমবার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ সূত্র জানান, বুম মোবাইল’স নামে একটি ফেসবুক পেজ থেকে বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে বিভিন্ন স্মার্টফোন বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আসছিলেন মানিক। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাতেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্টফোন দেওয়ার পরিবর্তে কখনো সাধারণ ফিচার ফোন, কখনো শুধু চার্জার সরবরাহ করা হতো। গ্রাহকরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি গ্রহণ করার আগেই প্রতারক চক্রটি টাকা উঠিয়ে নিত। এ পর্যন্ত ৪০০ জনের সঙ্গে এভাবে প্রতারণা করেছেন মানিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর