নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে বক্তাবলী বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড ও ইটভাটার ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ সময় নদীর প্রায় তিন একর জমি দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া নদীর তীর ভরাট করে সেখানে নির্মিত বিপুল পরিমাণ ইট বিনষ্ট করা হয়। গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামালসহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়া পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার একটি এক্সাভেটর দিয়ে বক্তাবলী বাজার সংলগ্ন এলাকা থেকে ধলেশ^রী নদীর পশ্চিম তীরে একটি ডকইয়ার্ড ও ১০টি ইটভাটার অবৈধ স্থাপনা ও বাঁশের পাইলিংসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, বক্তাবলী এলাকায় ইটভাটার মালিকরা বাঁশের পাইলিং এর মাধ্যমে ভাঙাচোরা ইট ফেলে নদী দখল করে আসছেন। যে কারণে আমরা এসব বাঁশের পাইলিং ভেঙে দিয়েছি। যাতে নদী নিজেই তার জায়গা বৃদ্ধি করে নিতে পারে। নদীর তীর দখল ও ভরাট করে ইটভাটার যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল সেগুলোও ভেঙে দেওয়া হয়েছে।