কভিড-১৯ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালককে মাস্ক প্রদান করেন। বসুন্ধরা গ্রুপের ইডি মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) গতকাল সকালে আনসার ভিডিপি সদর দফতরে মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান তুহিন ও আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন
