রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

২৫ জনকে সম্মাননা দিল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ২৫ জন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। গতকাল রাজধানীর মিরপুর-১০-এ সংস্থাটির ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। জানা যায়, ফায়ার সার্ভিসের প্রায় ১৩ হাজার কর্মী রয়েছেন। সারা দেশে প্রতি ১৮ হাজার মানুষের মাত্র একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। দুটি ক্যাটাগরিতে মোট ২৫ জনকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। ১৩ জনকে দেওয়া হয়েছে ফায়ার ফাইটিং ক্যাটাগরিতে এবং ১২ জনকে দেওয়া হয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ ক্যাটাগরিতে। ফায়ার ফাইটিং ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- তুহিন পারভেজ, মনির হোসাইন চৌধুরী, মিজানুর রহমান মিজান, ইকবাল আহমেদ, অয়ন বর্ধন, শামীম আহমেদ শামসুদ্দিন, জহির উদ্দিন, ওমর ফারুক, খাইরুল ইসলাম, গোলাম রব্বানী, আলী হাসান, সুলতান মো. সাব্বির আমিন তাহামিদ এবং নাজিম উদ্দিন।

সার্চ অ্যান্ড রেসকিউ ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফারজানা হোসাইন সিনথিয়া, রায়হান তুহিন, জান্নাতুল ফেরদাউস তিন্নি, ফাতেমা আক্তার, সাবরিনা সুলতানা সাফা, নূর-ই আফরিন, সানজানা আক্তার, শরীফা আক্তার লিমা, গোলাম সাজ্জাদ হায়দার, শরিফুল ইসলাম বিদ্যুৎ, শাহিদ আলামিন রবিন এবং আনোয়ার হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর