শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটে আড়াই শর ঘরে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আড়াই শর ঘরে মৃতের সংখ্যা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সিলেট বিভাগের মৃতের সংখ্যা আড়াই শতে পৌঁছেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনায় মারা গেছেন আরও দুজন। তাদের নিয়ে বিভাগের চারটি জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। জানা গেছে, সিলেট বিভাগের করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় চলতি বছরের ৫ এপ্রিল। ওই দিন মৌলভীবাজার জেলার রাজনগরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়। তবে এর আগের দিন তিনি মারা গিয়েছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১৩ হাজার ৭১৭ জনই সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২৫০ জন। মারা যাওয়ার সংখ্যায় এগিয়ে সিলেট জেলা। এ জেলার ১৮৭ জন করোনায় মারা গেছেন।

 এ ছাড়া সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২২ জন ও হবিগঞ্জের ১৬ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘করোনায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু মানুষের মধ্যে অসচেতনতা এখনো রয়ে গেছে। মাস্ক পরতে অনীহা, স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রত্যক্ষ করা যাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর