বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাঈদ খোকনের বিরুদ্ধে করা এক মামলা খারিজ অন্যটি প্রত্যাহার

আদালত প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মানহানির দুই মামলার মধ্যে একটি খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদী কাজী আনিসুর রহমান ধার্য তারিখে আদালতে হাজির না থাকায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ খারিজ করার এ আদেশ দেন। এর আগে অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ১২ জানুয়ারি নিজেই তার করা মামলা প্রত্যাহার করে নেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)  মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়। এক মামলার বাদী রাজধানীর কলাবাগান থানা এলাকার হাতিরপুলের ভূতের গলির বাসিন্দা কাজী আনিসুর রহামান। অন্য মামলার বাদী হাজারীবাগের ভাগলপুর লেনের অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। মামলায় অভিযোগ করা হয়, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে ৯ জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যে কারণে তিনি সংক্ষুব্ধ হয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন।  এর আগে হাই কোর্ট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নানা অভিযোগ তোলেন শেখ তাপসের বিরুদ্ধে। এসব বিষয়ে তাপস বলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, এর জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না।’

মানববন্ধনে সাঈদ খোকন অভিযোগ করে বলেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন।

এ ছাড়া তিনি শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন। অন্যদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর