রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যশোরে আওয়ামী লীগের মেয়র মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ। গতকাল ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে চমকে ওঠেন যশোরের মানুষ। পক্ষান্তরে যারা মনোনয়ন পাচ্ছেন বলে অনেকটা নিশ্চিত ছিলেন, তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা হায়দার গনি খান পলাশ শহরের ঘোপ এলাকার বাসিন্দা। গতকাল দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রার্থীতালিকায় যশোর পৌরসভার নৌকার মেয়র প্রার্থী হিসেবে হায়দার গনি খান পলাশের নাম রয়েছে। একই পদে মনোনয়ন পাওয়ার দৌড়ে ছিলেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ব্যবসায়ী নেতা হুমায়ুন কবির কবু, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুজ্জামান মিঠু ও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

তবে বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু যে ফের নৌকা পাচ্ছেন এ ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন তার অনুসারী নেতা-কর্মী-সমর্থকরা। ফলে তিনি নৌকা না পাওয়ায় চমকে গেছেন অনেকেই। পক্ষান্তরে যিনি আলোচনাতেই ছিলেন না এমন নেতার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেওয়ায় তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর