মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ভিসি-ট্রেজারারসহ তিনজন কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

দুর্নীতি ও জালিয়াতির দুই মামলায় কুমিল্লার বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও ট্রেজারারসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন, ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার, ট্রেজারার সিদ্দিকুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য শহীদ আজিজ। গতকাল কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবউল্লাহ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদক কুমিল্লার সহকারী পরিচালক এ কে এম আখতারুজ্জামান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির দুইটি মামলা করেন। প্রথম মামলায় আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এহসানুল হক, ট্রাস্টি বোর্ডের সদস্য সাইফুল আলম চৌধুরী, ট্রেজারার সিদ্দিকুর রহমান, ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারকে। দ্বিতীয় মামলায় আসামি করা হয় চেয়ারম্যান এহসানুল হক, ট্রেজারার সিদ্দিকুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য শহীদ আজিজ, সাইফুল আলম চৌধুরী, ফারহানা রহমান ও মেরিনা জেবিন, ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার, ইউনিয়ন ব্যাংক কুমিল্লা পদুয়ার বাজার শাখার ম্যানেজার আনিস আহমেদ, ডেপুটি ম্যানেজার মো. সোলায়মানকে। প্রথম মামলায় ৪৮ লাখ টাকা বেতন ভাতা বাবদ দুর্নীতির অভিযোগ আনা হয়। দ্বিতীয় মামলায় ট্রাস্টি বোর্ডের অনুমোদন ছাড়া ব্যাংকে ৬ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৮৬ টাকার হিসাব খোলার অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর