চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘ ৭ বছর ধরেই আহ্বায়ক কমিটি ঘোষণা হয় চট্টগ্রাম নগর যুবলীগের। এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণাটি ‘হবে হচ্ছে’র মধ্যেই ‘ঘুরপাক’ খাচ্ছে। অস্তিত্ব সংকটে থাকা এই কমিটি দীর্ঘ ৭ বছর আগেই তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। এখনো পূর্ণাঙ্গ কমিটি, থানা এবং ওয়ার্ড কমিটিও করতে পারেননি নেতারা। তবে আলোচনা-সমালোচনার মধ্যেই চলতি মাসেই নতুন রূপে কমিটির ঘোষণা আসতে পারে বলে জানান কেন্দ্রীয় নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ নেতা বলেন, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও দীর্ঘ সময় কমিটি না হওয়ায় নেতৃত্বশূন্যতার মধ্যেই পড়ছে নগর যুবলীগ। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসায় সারা দেশে যুবলীগে প্রাণ ফিরে এসেছে। এবার হতে পারে নগর যুবলীগের নতুন কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি না হওয়ার পেছনে নানা যুক্তি-সমস্যার কথা বললেও দায়িত্বহীনতা, যুবলীগের স্ব স্ব পদবি ব্যবহার এবং রাজনৈতিক কূটকৌশলের কারণে এসব কমিটি হয়নি। অন্যদিকে কমিটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, নানা ধরনের দখল-বেদখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ ওঠে। তাছাড়া সারা দেশে যুবলীগের শুদ্ধি অভিযানের পাশাপাশি কেন্দ্রীয় যুবলীগের নতুন নেতৃত্ব তৈরি হলে চট্টগ্রামের নেতারা আরও দায়সারাভাব হয়ে পড়েন। সেই আহ্বায়ক কমিটির শীর্ষ একাধিক নেতা যুবলীগ ছেড়ে দিয়ে আগামীতে আওয়ামী লীগ করবেন বলেও গুঞ্জন রয়েছে। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও নানা জটিলতায় কমিটি করা যায়নি। বর্তমানে যেহেতু কেন্দ্রীয় যুবলীগের নতুন নেতৃত্ব এসেছেন, তাই জেলা কমিটি ও চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি গঠন সহসা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, তিন মাসের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি এখন ৭ বছর অতিক্রম করছে। এই ৭ বছরেও নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সাতটিতেও করতে পারেনি কমিটি। যে পাঁচটি ওয়ার্ডে কমিটি করেছে সেগুলো নিয়েও বিতর্কের শেষ নেই। ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক ও দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তারা পাঁচজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। ৭ বছরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি আহ্বায়কদের আন্তঃকোন্দলে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রমও।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
চট্টগ্রাম মহানগর যুবলীগ
তিন মাসের কমিটির ৭ বছর পার!
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর