বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্লেন্ডার মেশিনে ৩৩ লাখ টাকার সোনা দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্লেন্ডার মেশিনে করে অবৈধভাবে ৩৩ লাখ টাকার সোনার বার বহনের দায়ে দুই যাত্রীকে আটক করেছে এপিবিএন। তারা হলেন শরীয়তপুরের মান্নান খানের ছেলে আলমগীর হোসেন ও আবুল হোসেনের ছেলে আমির হোসেন। গতকাল দুপুরে বিমানবন্দরের বাইরের পার্কিং এলাকা থেকে সোনাসহ তারা আটক হন। সূত্র জানায়, মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই দুই যাত্রী। এ সময় বিমানবন্দরের বাইরের পার্কিং এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে মালামালের ভিতরে তিনটি ব্লেন্ডার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার পাওয়া যায়। সোনার বার ছাড়াও প্রায় ৫ ভরি সোনার অলঙ্কার পাওয়া যায়। এ ছাড়া ১২টি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়।

 জব্দ এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দানেশ নামে এক মালয়েশিয়াপ্রবাসী তার স্ত্রীকে দেওয়ার জন্য এসব ব্লেন্ডার দেন। দানেশের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর