মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে নকল প্রসাধনী কারখানায় অভিযান

৬ লাখ টাকা জরিমানা দুই প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে মেসার্স নিধি কসমেটিক্স কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালাসহ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, চকবাজারের রহমতগঞ্জের হাজী বালু রোডে অবস্থিত মেসার্স নিধি কসমেটিক্সের কারখানায় অভিযান চালানো হয়। দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্রান্ডের প্রসাধনী সামগ্রী বিএসটিআই লাইসেন্স ব্যতীত উৎপাদন ও বাজারজাত করছিল। নকল ও ভেজাল রাসায়নিকদ্রব্য দিয়ে লেবেলবিহীন অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করছিল। পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই ও ফায়ার লাইসেন্স ছাড়াই আবাসিক ভবনে বিপজ্জনকভাবে প্রসাধনী সামগ্রী উৎপাদন করছিল। পরে দোষ স্বীকার করায় নিধি কসমেটিক্সের মো. আলীনুর হোসেন এবং মো. জাহিদুল ইসলামকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাস করে কারাদ- দেওয়া হয়।

সর্বশেষ খবর