গাজীপুর জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনটি সদস্য পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। বিপরীতে সহসভাপতিসহ বাকি ১৭টি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্র্থীরা নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. সিদ্দিকুর রহমান সভাপতি ও মো. জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গতকাল সকাল সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সভাপতি পদে মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৮২২ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সুদীপ কুমার চক্রবর্তী পান ৭৪২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত মো. জাকিরুল ইসলাম পান ৯১৬ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত মো. বেলায়েত হোসেন চৌধুরী পান ৭৪২ ভোট। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতি মো. আবুল আসাদ ও আলহাজ মো. মোস্তফা জামান, সহসাধারণ সম্পাদক মো. রাজীবুল আলম (রাখি), কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন সরকার, লাইব্রেরি সম্পাদক ইসমাইল হোসেন, অডিটর মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম ও মহিলা সম্পাদিকা কামরুন নাহার ববি এবং সদস্য মো. আদনান মামুন, নূরুল আমিন, নিলুফা ইয়াসমিন সুমী, মো. মিনহাজ উদ্দিন (সুমন), মোস্তাফিজুর রহমান (বাহাদুর), মোহাম্মদ মাহবুব হাসান, মো. রুহুল আমীন ও মোহাম্মদ সোহেল রানা। নির্বাচনে ১ হাজার ৭৭৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২০ জন ভোট দেন।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
গাজীপুর বার নির্বাচন
সভাপতিসহ পাঁচ পদে বিএনপি, ১৭টিতে জয়ী আওয়ামী লীগ সমর্থিতরা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর