মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের সিডিউল বিক্রি হয় বারবার, কিন্তু কাজ হয় না। চার বছর ধরে (অক্টোবর, ২০১৭ হতে জুন, ২০২০) চলছে একই অবস্থা। বারবার রাবার ড্যাম নির্মাণ কাজের দরপত্র ডাকা হয়। সিডিউল বিক্রিও হয়। কিন্তু কোনো ঠিকাদারই আর দরপত্র দাখিল করে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের এ জটিলতা নিরসন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প স্থলে ড্রেজার স্থানান্তরের জটিলতা এবং রাবার ড্যাম নির্মাণ কাজের দরপত্র সিডিউল ক্রয় করলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই দরপত্র দাখিল না করায় নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। কমিটি প্রকল্পের ব্যয় বৃদ্ধি না করে আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে। একইসঙ্গে প্রকল্পের অতিরিক্ত মেয়াদকাল অনুমোদিত হলে, তা অনুমোদিত অতিরিক্ত মেয়াদকালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে ক্ষোভ প্রকাশসহ এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, এ. এম. নাঈমুর রহমান এবং সালমা চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ও যান্ত্রিক সরঞ্জাম পরিদফতরের শূন্য পদে নিয়োগ ও পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে প্রকল্পের ব্যয় যাতে বৃদ্ধি না পায় এবং মেয়াদকাল বৃদ্ধি করতে না হয়, সেজন্য বাজেট প্রণয়নের সময় সঠিকভাবে প্রকল্পের ব্যয় নির্ধারণ ও নির্ধারিত মেয়াদকালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ভুবনেশ্বর নদী পুনঃখনন এবং পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙন হতে বিভিন্ন স্থাপনা/সম্পদ রক্ষা প্রকল্পের কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        