বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এফবিসিসিআইর নির্বাচন বন্ধে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

চলমান লকডাউনের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন প্রক্রিয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচন প্রক্রিয়া চলমান রাখার অনুচ্ছেদটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এফবিসিসিআইর জেনারেল বডির এক সদস্যের দায়ের করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর