শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘœ রাখার লক্ষ্যে সরকারি দফতরগুলোকে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ৩০ এপ্রিল ২০২১ থেকে ৬ মে ২০২১ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলো ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন করবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিশেষ সেবা সপ্তাহ’ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অধিক পরিমাণ জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা নেবে টিসিবি। পণ্যের মজুদ ও সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে রপ্তানির বিপরীতে ইস্যুকৃত সব সার্টিফিকেট অব অরিজিন (সিও), জিএসপি, সাপটা, সাফটা, আপটা) আবেদনের তারিখের মধ্যে সেবা প্রদানের জন্য হেল্প ডেস্ক স্থাপন করবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ ছাড়া রপ্তানিবিষয়ক যে কোনো পরামর্শ প্রদানের জন্য ‘পরামর্শ ডেস্ক স্থাপন’ করা হবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর সিঙ্গেল প্রসেস প্রক্রিয়ায় কোম্পানি রেজিস্ট্রেশনে সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদন পূরণে সহায়তা করবে এবং দুই দিনের মধ্যে মর্টগেজ নিবন্ধন (অনলাইন) কাজ সম্পন্ন ও স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে সার্টিফিকেট প্রদান করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর