বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

ফিলিস্তিন সমস্যার সমাধান দুই রাষ্ট্র : ঢাবি শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সব সীমা ছাড়িয়ে গেছে। দুই রাষ্ট্র সমাধানই হলো এই সমস্যার একমাত্র ও সর্বোত্তম সমাধান। এর জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মঈন উদ্দিন, শিক্ষক সমিতির  সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহসহ শিক্ষকবৃন্দ। এ ছাড়া বক্তব্য দেন প্যালেস্টাইন স্টুডেন্ট ইউনিয়নের প্রতিনিধি হাকিম রাবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দ্বি-রাষ্ট্রিক সমাধান এই সমস্যার সর্বোত্তম সমাধান। যেমনভাবে একটি ইসরায়েলি রাষ্ট্র আছে, তেমনিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তবে সেই রাষ্ট্র অবশ্যই ১৯৬৭ সালের দখলকৃত ভূমি ফিরিয়ে দিয়ে ১৯৪৮ সালের মানচিত্র অনুযায়ী হতে হবে।   সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ বলেন, রাষ্ট্রীয় আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার হওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর