সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ক এক সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে. এম শাখাওয়াত মুন জানান, ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ সভায় রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনা হয়। সভায় জানানো হয় দ্রুততম সময়ে  কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরের আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। ইতিমধ্যে ভাসানচরে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, আরও ভালো বাসযোগ্য জায়গার ব্যবস্থাসহ সরকার  রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট সচিবগণ সভায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর