জলবায়ু পরিবর্তন প্রজেক্ট, বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন, পরিবেশবান্ধব যানবাহন, ডায়াবেটিস নিরাময় প্রতিষেধক, হৃদরোগ নিরাময় প্রতিষেধক প্রজেক্ট, করোনা নিরাময় কয়েল টেকনিক প্রজেক্টের বিনিয়োগে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুল। এসব প্রজেক্টের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে কোটি টাকার অফার দিতেন প্রতারক সাইফুল। এ ছাড়া জমি প্রদানে প্রজেক্টের মালিকানা শেয়ার অফার দিতেন। অল্পশিতি ধনী ব্যবসায়ী ও সম্পত্তির মালিকদের তিনি টার্গেট করতেন। এসব অভিযোগে মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর অভিযানে টাঙ্গাইল ও রাজধানীর উত্তরা থেকে প্রতারক সংগঠন ‘রাজা-বাদশা’ গ্রুপের নতুন কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১৬ প্রতারককে গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রতারক চক্রের হোতা মো. সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুল ও তার স্ত্রী মোছা. বকুলি ইয়াসমিন, ইমরান রাজা, মোছা. কাকুলী আক্তার, রোমান বাদশা, আনিসুজ্জামান সিদ্দিকী, নাজমুল হক, তারেক আজিজ, বেল্লাল হোসেন, আবদুল মান্নান, শিমুল মিয়া, নুরনবী, আবুল হাশেম, আলী হোসেন, শওকত আলী ও রোকনুজ্জামান। সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে নিজের উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বা¯-বায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাৎ করেছেন সাইফুল ইসলাম। তিনি ‘রাজা-বাদশা গ্রুপ’ নামে একটি ভুয়া সংগঠন তৈরি প্রতারণা শুরু করেন। তিনি নিজেকে রাজা-বাদশা গ্রুপের চেয়ারম্যান বলে পরিচয় দেন। এই চক্রের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ওতপ্রোতভাবে জড়িত। স্ত্রী বকুলী ইয়াসমিন, ছেলে মো. ইমরান রাজা ও মো. রোমান বাদশা ও পুত্রবধূ মোছা. কাকুলী আক্তার ভুয়া গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
২৫ হাজার টাকা বিনিয়োগে কোটি টাকার অফার ভুয়া বিজ্ঞানীর
নিজেকে পরিচয় দিতেন রাজা-বাদশা গ্রুপের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর