বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

পরীমণির মামলার পর মাদক মামলায়ও জামিন নাসিরের

নিজস্ব প্রতিবেদক

এবার মাদক মামলায় জামিন পেলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। এ মামলায় জামিনের পর তার মুক্তিতে বাধা নেই বলেই জানা গেছে। তবে তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এই আদেশ দেয়। এর আগে গত মঙ্গলবার চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমির জামিন আবেদন মঞ্জুর করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানবন্দর থানায় করা মাদক মামলায় নাসির, অমিসহ পাঁচজনের জামিন আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাসির ইউ মাহমুদ ও তিন নারীর জামিন মঞ্জুর করে। জামিন পাওয়া তিন নারী হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন। তবে আদালত আসামি অমির জামিন আবেদন নাকচ করে।

এদিকে মানব পাচারের অভিযোগে দক্ষিণ খান থানার মামলায় গতকাল তুহিন সিদ্দিকী অমির দুই দিন রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান। ১৪ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি ও বিদেশি মদ উদ্ধার দেখায় পুলিশ।

সর্বশেষ খবর