রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে ‘বডি ওর্ন ক্যামেরা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের কাজে স্বচ্ছতা ও  জবাবদিহিতা বাড়াতে ‘বডি ওর্র্ন ক্যামেরা’ চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে সিএমপির চার থানার পুলিশ কর্মকর্তারের শরীরে এ ক্যামেরা চালু করলেও পর্যায়ক্রমে সিএমপির সব থানায় এ কার্যক্রম চালু হবে। গতকাল এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পুলিশের কাজের সচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে চার থানার এ কার্যক্রম চালু করা হলেও দ্রুত সময়ের মধ্যে বাকিগুলোতে তা চালু করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের ওপর মনিটরিং জোরদার করা যাবে।’

জানা যায়, পাইলট প্রকল্প হিসেবে সিএমপির চার বিভাগের চার থানায় এ কার্যক্রম চালু করা হয়েছে। যার মধ্যে ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ এবং পতেঙ্গায় ৭ টি করে ক্যামেরা দেওয়া হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যাবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি  ও মনিটরিং করতে পারবেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা ভ্রাম্যমাণ সিসি ক্যামেরার মতো কাজ করবে। পুলিশের চোখ এড়িয়ে  গেলেও এ ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। যা পরবর্তীতে পুলিশের কাজে লাগবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর