বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দর্জি মনির চার দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে ভুঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের এ আদেশ দেন। এরআগে রাজধানীর কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজি ও প্রতারণার মামলার আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর আগে মঙ্গলবার চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কামরাঙ্গীরচর থানায় এ মামলা করেন ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি একেক সময় একেক রাজনৈতিক পদবি ব্যবহার করেন। এ ছাড়া দাবি করেন নিজেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেন।

এ ছাড়া তার সহযোগীরা ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকাও নিচ্ছেন। এ ছাড়া গত ৩০ জুলাই মামলার বাদী ইসমাইল হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন দর্জি মনির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর