শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রথম দফায় আড়াই লাখ গণটিকা খুলনায়

প্রস্তুত হচ্ছে ৩০৭টি অস্থায়ী কেন্দ্র সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা প্রতিরোধে খুলনা জেলায় প্রথম দফায় প্রায় আড়াই লাখ মানুষকে গণটিকার আওতায় আনা হচ্ছে। ১৮ বছরের ঊর্ধ্বে নারী ও পুরুষ টিকা গ্রহণের সুযোগ পাবেন। আগামী ৭-১২ আগস্ট খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্যক্রম শুরু হচ্ছে। জানা যায়, হাসপাতালের চলমান টিকাদান কার্যক্রমে চাপ কমাতে নগরীর ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে মোট ৯৩টি অস্থায়ী কেন্দ্রে গণটিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে প্রতিদিন ২০০ জন করে ছয়দিনে মোট ১ লাখ ১১ হাজার ৬০০ জনকে মর্ডানার টিকা দেওয়া হবে। ওয়ার্ড অফিস ছাড়াও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বা সুবিধা মতো জায়গায় টিকা কেন্দ্র খোলা হবে।

প্রতিটি কেন্দ্রে দুজন ভ্যাক্সিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। এছাড়া উপজেলা পর্যায়ে পৌরসভা এলাকায় ১০টি ও ৬৮টি ইউনিয়নে প্রতিটিতে তিনটি করে আরও ২০৪টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। এখানে তিন দিনে ১ লাখ ২৮ হাজার ৪০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। অনলাইন নিবন্ধন ছাড়াই কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া যাবে। পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে। পূর্বে নিবন্ধনকারীদের যথারীতি স্থায়ী কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম চলবে। জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, হাসপাতালে চলমান টিকা প্রদানে চাপ কমাতে গণটিকার আয়োজন করা হয়েছে। টিকা প্রদানে মহানগর ও উপজেলা পর্যায়ে ৩০৭টি অস্থায়ী কেন্দ্র চালু করা হচ্ছে। এদিকে টিকা নিতে উৎসাহিত ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং শুরু হয়েছে। কেসিসি স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, এরই মধ্যে ১৮৬ জন ভ্যাক্সিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নগরবাসীকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। অস্থায়ী কেন্দ্রের পাশাপাশি অন্য সময়ের মতো খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আবু নাসের হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও তিতুমীরস্থ নেভি ক্যাম্পের উপশম কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর