বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৬১ বছরে পা রাখল বাকৃবি

ময়মনসিংহ প্রতিনিধি

৬১ বছরে পা রাখল বাকৃবি

৬১ বছরে পা রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ময়মনসিংহ নগরী থেকে প্রায় চার কিলোমিটার দূরে ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার ৬০ বছরে ক্ষুধামুক্ত দেশসহ অনেক অর্জনের মধ্য দিয়ে ৬১ বছরে পদার্পণ করেছে কৃষি শিক্ষার সূতিকাগার বাকৃবি। গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করেন সংশ্লিষ্টরা। তবে করোনাভাইরাসের কারণে জাঁকজমক করে এবারও কোনো অনুষ্ঠান করেনি বিশ^বিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ, বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়াান’ উন্মোচন এবং বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। পরে অডিটোরিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর