রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জিয়াউর রহমান ষড়যন্ত্রের রাজনীতির প্রবর্তক : শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক নন। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্র ও ক্যু’র রাজনীতির প্রবর্তক। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ষড়যন্ত্রের এই ধারাবাহিকতা শুরু করেন জিয়াউর রহমান। তার হাতে খুন হয়ে যায় মানুষের ভোটের অধিকার। দেশ থেকে হারিয়ে যায় গণতন্ত্র। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে নড়িয়া সরকারি কলেজ ও সখিপুর থানা ছাত্রলীগ আয়োজিত স্মরণসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে পাকিস্তানি ধারা চালু হয়েছিল।

বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্‌বায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহ্‌বায়ক ইমরান খালাসী, সখিপুর থানার সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী, নড়িয়া উপজেলার যুগ্ম আহ্‌বায়ক স্বপন দেওয়ান, রিয়াদ শেখ, রফিকুল ইসলাম আকাশ, শিমুল হাওলাদার, কলেজের যুগ্ম আহ্‌বায়ক রফিক মল্লিক, সিহাব বিন নির্জন, সখিপুর থানার সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাজু, রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আজিজ, নুরুল আমিন, কবিতা সরকার, সাংগঠনিক সম্পাদক জোবাইদা আফরোজ রিয়া প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর