শিরোনাম
সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর রেলক্রসিংয়ে (ঢাকা-চট্টগ্রাম রেলপথ) চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক আরোহী। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি দোকানি। এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুর সোয়া ১টায় একটি পালসার মোটরসাইকেল যোগে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে হরিশ্চর অবৈধ রেলক্রসিং পার হচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনির মৃত্যু হয়। অপর আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর