মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা মাগুরার শ্রীপুরের নাকোল বাজারে অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের ‘রাজসভা’ গতকাল সন্ধ্যায় মাগুরার শ্রীপুরের নাকোল মালঞ্চ আদর্শ শিশু বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন নির্মাণশ্রমিক অংশ নেন। রাজসভা নামের এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাকোল বাজারের কিং ব্র্যান্ড সিমেন্ট ডিলার মা ট্রেডার্সের মালিক লিটন সাহা। কর্মশালায় স্থাপনা কৌশল, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শসহ এ সিমেন্টের গুণাগুণ বিষয়ে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কাওসার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল ম্যানেজার সুমন চন্দ্র কর। উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার শামীম রেজা ও টেরিটরি এক্সিকিউটিভ ধনঞ্জয় কুমার দাস।

কর্মশালায় কিং ব্র্যান্ড সিমেন্টের মাগুরা জেলা কনসালট্যান্ট প্রকৌশলী তন্ময় সাহা চলমান স্থাপনায় কিং ব্র্যান্ড সিমেন্টের অবদান তুলে ধরেন। কর্মশালায় জানানো হয়, কিং ব্র্যান্ড সিমেন্ট অত্যাধুনিক ভি আর এম মেশিনে উৎপাদিত হওয়ায় এটি অত্যন্ত গুণগত মানসম্মত। পাশাপাশি লো অ্যালকালি সিমেন্ট। কর্মশালায় নাকোল এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ ইব্রাহিম আলী ও সঞ্জীবন বিশ্বাস জানান, তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় এটি অত্যন্ত ভালো সিমেন্ট হিসেবে চিহ্নিত। কারণ এটির গুণগতমান অত্যন্ত ভালো। এ সিমেন্ট ব্যবহারের পর দেয়ালে নোনা ধরে না। পাশাপাশি কোনো কালো দাগ দেখা দেয় না। যে কারণে তারা স্থাপনার ক্ষেত্রে এ সিমেন্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর