শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খেলার মাঠ অক্ষুণ্ণ রেখে স্কুল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়ায় এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে গতকাল সকাল ১১টায় স্কুলের সামনে কাউনিয়া প্রধান সড়কের পাশে এ মানববন্ধন হয়। স্থানীয় বাসিন্দা নুরুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এ কে এম মোর্তুজা আবেদীন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কাজী এনায়েত হোসেন শিবলু ও পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সংগঠক লিংকন গায়েনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণে ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই দ্বিতল ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার এবং দোতালায় হবে ক্লাস রুম। ঠিকাদার পুরনো স্কুল ভবনের সামনে খেলার মাঠ বিনষ্ট করে লে-আউট শুরু করেছেন। তারা সংলগ্ন জানুকিসিংহ রোড সম্প্রসারণের জন্য খেলার মাঠ অক্ষুণ্ণ রেখে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর