শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

জিয়াউদ্দিন বাবলু অন্যায়ের বিরুদ্ধে বলতে ভয় পাননি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় বক্তারা বলেছেন, অন্যায়, অসত্য আর অনৈতিকতার    বিরুদ্ধে কখনো কথা বলতে ভয় পাননি। জিয়াউদ্দিন আহমেদ বাবলু নির্ভয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। গতকাল রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা    এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাপাকে শক্তিশালী করতে সবসময় চেষ্টা করেছেন। তাই পার্টি শক্তিশালী হলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

আরও বক্তব্য রাখেন  কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সাহিদুর রহমান টেপা,    মশিউর রহমান রাঙ্গা, মীর আবদুস সবুর আসুদ, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, শেরিফা কাদের, আরিফুর রহমান খান, গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, এনাম জয়নাল আবেদীন, ইসহাক ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ খবর