বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজবাড়ীর পদ্মায় ১৫ কেজির কাতলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় ১৫ কেজির কাতলা

রাজবাড়ীর পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল ভোর ৬টার দিকে পাবনার ঢালার চর এলাকার কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বিআইডব্লিউটিএর টার্মিনাল-সংলগ্ন মাছের আড়তে নিয়ে যান। সেখানে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি কেনেন। কৃষ্ণ হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে পদ্মায় মাছ ধরতে যাই। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকার ১ কিলোমিটার ভাটিতে জাল ফেলে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে বড় আকৃতির কাতলা দেখতে পাই। পরে স্থানীয় আড়তে মাছটি বিক্রি করি।’

চান্দু মোল্লা বলেন, ‘প্রতিদিনের মতো দৌলতদিয়া আড়তে মাছ কিনতে যাই। সেখানে পদ্মার এ কাতলাটি উন্মুক্ত দরে ২৪ হাজার টাকায় কিনি। পরে প্রায় একই দামে মাছটি বিক্রি করে দিয়েছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘শুনেছি পদ্মায় বড় একটি কাতলা পাওয়া গেছে। পদ্মায় ইদানীং মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর