বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে কটূক্তি

আলালের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আগেই রাজধানীর শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবার তার কটূক্তিমূলক বক্তব্যগুলো সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বিষয়টি আদালতের নজরে আনেন সৈয়দ সায়েদুল হক সুমন। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা ই রাকিব। পরে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, ‘কটূক্তি করে যে বক্তব্য দিয়েছেন এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরানোর জন্য আদালতে ম্যানশন করি। আমার মনে হয়েছে এ ভিডিওটিও একটি সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। আদালত আমার বক্তব্যটি আমলে নিয়ে বিটিআরসিকে মুরাদ সাহেবের ভিডিওগুলোর সঙ্গে আলাল সাহেবের ভিডিওগুলোও সরানোর নির্দেশনা দিয়েছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁর নাতনি জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার মধ্যে আলালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন। পাশাপাশি ধর্মীয় রীতির প্রতি ইঙ্গিত করেও আপত্তিকর বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর