বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাভারে ছয় ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে বায়ুদূষণকারী অবৈধ ছয়টি ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপশি পরিবেশের ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার জন্য মধুমতি কেমিক্যালস এবং একটি টায়ার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সাভারের নামাগেন্ডা ও বিরুলিয়া এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বায়ুদূষণকারী ইটভাটা তাদের সব কার্যক্রম পরিচালনা করে আসছে।

 বৈধ কোনো কাগজপত্র না থাকায় নামাগেন্ডার মেসার্স কর্ণফুলী ব্রিক্সকে ৫ লাখ টাকা; মেসার্স একলাছ ব্রিক্সকে ২০ লাখ টাকা; মেসার্স মধুমতি ব্রিক্সকে ৫ লাখ টাকা ও ফিরোজ ব্রিক্সকে ৬ লাখ টাকা এবং বিরুলিয়ার মাহিন ব্রিক্স কোম্পানিকে ২০ লাখ টাকা ও রিপন ব্রিক্সকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর