বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে বিদেশি নাগরিকের ছয় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মাদক মামলায় মো. সৈয়দ আলম (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে ছয় বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. সৈয়দ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা শরণার্থী ক্যাম্পের এ ব্লকের মৃত রুস্তম আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার নুর আহমেদ সড়কের ২ নম্বর মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্সের একটি দোকানের সামনে থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় সৈয়দ আলম নামের এক মিয়ানমারের নাগরিককে ৬ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আলম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর