শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ডিমের ভ্যানে ট্রাকের ধাক্কা ট্রাকচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে ট্রাকচাপায় ডিমভর্তি এক ভ্যানচালকের মৃত্যু এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় সেই ট্রাকচালককে গ্রেফতার করেছেন র‌্যাব-৩-এর সদস্যরা। ট্রাকচালকের নাম মো. জসিম উদ্দিন। বুধবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ২৪ জানুয়ারি ভোরে রাজধানীর বেইলি রোডে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক বেপরোয়া গতিতে ডিম বহনকারী দুটি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি ভ্যানের চালক মো. তুহিন রাস্তায় ছিটকে পড়ে আহত হন আর অন্য ভ্যানের চালক নুর আলম (৩৩) ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় তার পরিবার রমনা মডেল থানায় মামলা করে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, জসিম প্রায় ১০ বছর গাবতলীতে ইট-বালুর ট্রাক চালিয়েছেন। ২৪ জানুয়ারি ভোরে তিনি সিমেন্ট আনতে ট্রাক নিয়ে উত্তরা থেকে মুন্সীগঞ্জে যাওয়ার সময় বেইলি রোডে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তিনি ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে ওই সিমেন্ট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রতিষ্ঠান থেকে তাকে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তিনি চট্টগ্রামে তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর