রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় কালিদাস মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় কালিদাস মঞ্চস্থ

নাটকের দল থিয়েটার ৫২ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের পঞ্চম প্রযোজনার নাটক কালিদাস। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অপূর্ব কুমার কুন্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। মহাকবি কালিদাসের জীবনকে আশ্রয় করে রচিত হয়েছে নাটকটি। মহামূর্খামির পরিচয় দিয়ে যে কালিদাস গাছের আগায় বসে গোড়া কাটে এবং পাঠশালা থেকে বিতাড়িত হয় সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য রঘুবংশ, কুমারসম্ভব, নাটক অভিজ্ঞান শকুন্তলাসহ অসংখ্য গীতিনাট্য। কালিদাসের জীবনে ধিক্কার, তাচ্ছিল্যের পাশাপাশি কীভাবে একের পর এক কাব্যসম্ভার রচনা করলেন এবং তার পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মো. নজরুল ইসলাম, জয়িতা মহলানবীশ, সেইন্টলী বিশ্বাস কথা, আদিব মজলিশ খান, রুদ্ররায় অপু, মো সাপলুর রহমান দিপু, শেখ আদিব নাহিয়ান, এম পারভেজ প্রমুখ।

অলিয়ঁস ফ্রঁসেসের নাটক একটি হাস্যকর মানুষের স্বপ্ন : শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী একক নাটক মঞ্চায়নের আয়োজন করেছে অলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় ‘একটি হাস্যকর মানুষের স্বপ্ন’ নামের এই নাটকের দুই দিনের এই মঞ্চায়ন।

নাটকটিতে একক অভিনয় করেছেন জো-পল সেরমাদিরাস। আজ শেষ হবে নাটকটির দুই দিনব্যাপী মঞ্চায়ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর