বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

যাত্রা শুরু করল টগি শিপিংয়ের প্রথম ভেসেল এমভি রানিয়া-৬

নিজস্ব প্রতিবেদক

যাত্রা শুরু করল টগি শিপিংয়ের প্রথম ভেসেল এমভি রানিয়া-৬

নারায়ণগঞ্জ সদরের লাঙ্গলবন্দে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের তৈরি প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬ মঙ্গলবার ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসানো হয়। এর আগে সোমবার ফিতা কেটে জাহাজ ভাসানো পর্বের উদ্বোধন করেন টগি শিপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা খায়রুল বশীর খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, টগি শিপিংয়ের তত্ত্বাবধানে বর্তমানে ১২টি কোস্টাল লাইটার জাহাজ নির্মাণাধীন আছে। প্রতিটি ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার জাহাজগুলোতে স্বয়ংক্রিয় আনলোডিং কনভেয়ার বেল্ট সিস্টেম থাকছে। ১২টির মধ্যে ছয়টি জাহাজ নির্মিত হচ্ছে লাঙ্গলবন্দে বে-টেক শিপবিল্ডার ইয়ার্ডে এবং বাকি ছয়টি নির্মিত হচ্ছে কেরানীগঞ্জে টগি শিপিংয়ের শিপইয়ার্ডে। এ লাইটার জাহাজগুলো চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে শুরু করে দেশব্যাপী নৌপথের পণ্য পরিবহনে নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে রানিয়া-৬ এর নির্মাণ শুরু হয়। দেশসেরা প্রকৌশলী সমন্বিত ব্যবস্থাপনায় এ প্রকল্পের কাঠামো তৈরি ও বাস্তবায়ন হয়েছে।

অনুষ্ঠানে বসুন্ধরা মাল্টি ট্রেডিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মির্জা মুজাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর