রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

পদ্মার উল্লাস দেখে বিএনপি খেই হারিয়েছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পদ্মার উল্লাস দেখে বিএনপি খেই হারিয়েছে : তথ্যমন্ত্রী

পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন উল্লসিত তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে। এ জন্য তারা নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এমন দাবি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের। গতকাল দুপুরে মন্ত্রীর চট্টগ্রাম নগরের বাসায় প্রেস ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বন্যা হওয়ার পর সেখানে বিএনপির কেউ যায়নি এবং বলেছে, ত্রাণ দেওয়া তাদের দায়িত্ব-কর্তব্য নয়। তিনি বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ সবসময় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী ছুটে গেছেন দুর্গতদের পাশে। এবার তারা কিন্তু যায়নি। তিনি বলেন, বিএনপি বন্যা হওয়ার পর বলেছে সরকারের কারণে বন্যা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আসাম এবং মেঘালয়ে ২ হাজার মিলিমিটার বৃষ্টি কি আমাদের সরকারের কারণে হয়েছে? নাকি আওয়ামী লীগের কারণে হয়েছে? সিলেটে এক দিনে প্রায় ১ হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেটি কী কারণে হয়েছে? ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সে জন্যই বন্যা হয়েছে।

সর্বশেষ খবর